বুদ হয়ে আছি

রহস্যময়ী নারী (জুলাই ২০১৬)

কাজী জাহাঙ্গীর
  • ১৩
  • ৪৫
ওই যে দেখা যায় যেন
ফেলানির লাশ ঝুলে আছে কাঁটাতারে, কিন্তু সেতো অদৃশ্যে বসে হাসছে
কারণ তিতাসকে দুই ভাগ করে দিয়ে একশ চাকার ট্রানজিট লরী যায় বিনে পয়সায়
আর আমরা বুদ হয়ে আছি কিসের নেশায়, দেখে দেখে।
জঙ্গি ধরতে জাতিসঙ্ঘের ম্যান্ডেট লাগেনি ২০০৩ এ
তোরবোরা ছিন্নভিন্ন হয়েছে নতুন করে গজাতে জঙ্গি
তাই এখানেও ভোট কেন্দ্র কাঁদে নিভৃতে ব্যালটে্র ক্ষত চিহ্ন দেখে
বারান্দায় আসন পাতে বেওয়ারিশ কুকুর
আমরা কিসের নেশায় যেন বুদ হয়ে আছি,
গনতন্ত্র এখন বলি হওয়া মুন্ডুহীন নিস্তেজ পাঁঠার মতন।
সালাম, রফিক, জব্বার যে পরিচয় দিয়েছিল বাঙ্গালী বলে
নুর মহাম্মদ, মতিউর, মহিউদ্দীন , স্বাধীনতায় যে বুক দিয়েছিল উঁচু করে
সেই বুকে এখন বুট চাপা দিয়ে দাড়ীয়ে আছে
জনগনের বন্ধু সেবক পুলিশ!! হায় আমরা অলস নই
কোন এক তান্ত্রীকের মায়াজালে পড়ে যেন বুদ হয়ে আছি...।
আদালত কাঁদতে ভুলে যায়, ফিরে আসেনা রিমান্ডে যাওয়া ফাহিম
তবুও চোখ রাঙানিতে শাসায় দানব ক্রসফায়ার।
ফেলানী তুমি কাঁটাতারে ঝুলে থাক অনন্তকাল….
পিলখানার পোড়া মাংসের ঘ্রানে আড়মোড়া ভাঙ্গুক দুঃশাসন
পেট ফুটো নারায়ণগঞ্জ সাত জনকে নি্যে বুড়িগঙ্গায় আরও ডুবসাঁতার খেলুক
শত সহস্র গুম হওয়া আত্নারাই পথে নামাক ঝাঁঝাল মিছিল
আমাদের চোখে শর্ষে ফুল আরও বড় করে দল মেলুক
দোহাই তবুও আমাদের অলস বলনা
আমাদের চোখ খোলা আছে, হাতও বাঁধা নেই
জানিনা কিসের নেশায় চলৎশক্তিহীন বুদ হয়ে আছি।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মোহাম্মদ আহসান কবিতাটা ফেলানীর জন্য যতটা প্রাধন্য দেওয়া হয়েছে ১৫০জন নিরিহ বাঙ্গালীকে পুড়িয়ে মারার হাজার জনকে আহত পুঙ্গ করার কথা অবলীলায় ভুলে বা পাশ কেটে যাওয়ায় কবিতার নিরপেক্ষতার দুষন ঘটেছে।
জয় শর্মা (আকিঞ্চন) আজকের বিষয়- শিরোনাম টা যেন পুরো কবিতা জুড়ে। শুরু থেকে শেষ অব্ধি ধরেছিল সুরেখা দাগটা। খুবই ভালো আজকের কবিতা এমনি হওয়া উচিৎ । লাইন টা মন ছুঁইয়ে নিল [[ তাই এখানেও ভোট কেন্দ্র কাঁদে নিভৃতে ব্যালটে্র ক্ষত চিহ্ন দেখে বারান্দায় আসন পাতে বেওয়ারিশ কুকুর আমরা কিসের নেশায় যেন বুদ হয়ে আছি,]]
নিয়াজ উদ্দিন সুমন সময় উপযোগী কবিতা..... এমন ঝাঝাঁলো কবিতা আগামীতে ও পড়ার প্রত্যাশা করি। শুভ কামনা কবি...
শরীফ উল্লাহ চমৎকার একটা কবিতা ভাই। চিরন্তন সত্যকে উপস্থাপন করেছেন। বুলেট আর বন্ধুকের নল দিয়ে প্রতিদিন শুরু পথ যাত্রা। ভাল লেগেছে।
মোঃ কামরুল ইসলাম যথার্থ উপলব্ধি। আপনার লেখার সাথে পুরোপুরি একাত্মতা অনুভব করছি। ভালো থাকেন।
সেলিনা ইসলাম চমৎকার কবিতা। কবিতায় বাস্তবতা শব্দের বাঁধনে জ্বলজ্বল করছে! শুভকামনা রইল।
শাহ আজিজ চলমান সত্য উচ্চারনে সাহসী যুবক বুকটা চিতিয়ে দাড়াও ।
এই মেঘ এই রোদ্দুর নুর মহাম্মদ, মতিউর, মহিউদ্দীন , স্বাধীনতায় যে বুক দিয়েছিল উঁচু করে সেই বুকে এখন বুট চাপা দিয়ে দাড়ীয়ে আছে জনগনের বন্ধু সেবক পুলিশ!! হায় আমরা অলস নই অনেক ভাল লাগা রইল কবিতা।
গাজী সালাহ উদ্দিন খুব ভালো লাগলো ।ভালো থাকবেন
অর্বাচীন কল্পকার দেশের পুরো চিত্র ফুটিয়ে তুলতা পারায় কবি কে অভিনন্দন :) ফেলানির কথায় একটু মন খারাপ লাগলো। :(

২৪ আগষ্ট - ২০১৩ গল্প/কবিতা: ৪৮ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪